Posts

A Big NO For Stem Cell Implantation For Autism Treatment

Stem cell implantation is not a recovery method of autism. In 2015, I attended a seminar in Mumbai, Powai regarding stem cell implantation in autistic babies that was organised by a renowned hospital. I was convinced with the process of stem cell, because I thought that new type of cells will mix with the damaged neuronal cells in dark CSF area. Damaged cells will be replaced by the new targeted cell. Keeping this in mind, I have already completed two shots of stem cell therapies, back-to-back in the year 2015 and 2016 at a Mumbai hospital, for my daughter. A huge amount of money was involved in the therapy, apart from us going through a lot of pain and harassment. My little daughter couldn't understand why she was going through this painful procedure, still she braved through the trauma of hospitalization, doctors and various medical procedures. 3 years after the completion of this therapy, I can safely say that there has been no improvement in respect to...

শুরু হোক পথচলা।

বেদীভবন থেকে একটি বাইশ বছরের মেয়ে তার বাচ্চাকে এবং শ্বশুরমশাইকে নিয়ে এসেছিলেন বাচ্চাকে স্কুলে ভর্তি করাতে। শিশুটির অটিজম আছে। বাইশ বছরের মেয়েটির স্বামী মারা গেছে মাস ছয়েক হলো। লিভারের বড়োসড়ো কোন সমস্যা হয়েছিল। তার ঠিক ছমাস আগে তার বাবাও মারা গিয়েছেন। উস্কোখুস্কো চেহারা দেখে কিছু বলতে যাচ্ছিলাম, ইতিহাস শুনে আর এগোনো হলো না। বাচ্চাটি খুব ছটফটে। বছর পাঁচেক বয়স। দক্ষিণ ভারত, কলকাতার তিনচারটে হসপিটালের কাগজপত্র দেখে বুঝলাম বছরখানেক হলো অটিজম জগতে তারা প্রবেশ করেছে। কয়েকটি ছোট ছোট ওষুধ শুরু করতে বলা হলেও আর্থিক অভাবে শুরু করতে পারেনি। শেষ ছয় মাসে যে বাচ্চাটির দিকে নজর দেওয়া হয়নি, তা পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে। শ্বশুরমশাই কাঁচরাপাড়ার একটি দোকানে ছোটখাটো কাজ করেন, সিজনে কাজ থাকে। বেদীভবনের এই সংসারে টাকা পয়সার কি যোগান হতে পারে একটা আন্দাজ করে নিলাম। আর যদি যোগান থাকেওবা এই বাপ-স্বামী মারা যাবার পর প্রতিবন্ধী বাচ্চাটির মাকে কেউ হাসিমুখে অর্থ সাহায্য করবে বলে মনে হলো না। বাচ্চার আধার কার্ড নেই, প্রতিবন্ধী শংসাপত্র নেই, ব্যাংকের খাতা নেই, এমনকি মায়েরও ভোটার কার্ড এখনো হাতে...

অটিজমের গ্রহণযোগ্যতা 

জীবনের সব রকমের খারাপ কিছুকেই মানুষ সহজে গ্রহণ করতে পারে না। অটিজম ও তার ব্যতিক্রম নয়। একের পর এক স্কুল থেকে যখন নিজের বাচ্চাকে সরিয়ে আনতে হয় বা সরিয়ে দেয়, প্রতিদিন অন্যান্য অভিভাবকদের বাঁকা কথা এবং সমালোচনা শুনতে হয়, ঠিক সেই সময় নিচের কতগুলো স্তর এর মাধ্যমেই আমরা অটিজম গ্রহণ করে নি। যত তাড়াতাড়ি গ্রহণ করা যায় ততো তাড়াতাড়ি পুনর্বাসন প্রক্রিয়াটাও শুরু করা যায়। এই গ্রহনটা কোন হেরে যাওয়া নয় বরং আবার নতুন করে শুরু করা। মানুষের জীবনে যেমন সেটব্যাক থাকে, তেমনি কামব্যাকও থাকে। এই কামব্যাক না থাকলে চেষ্টাটাও থাকত না। মূলত যারা অটিজমকে গ্রহণ করতে পারেননি, বা আধখাপছাড়া গ্রহণ করে প্রতিদিন বেঁচে মরে আছেন তাদের জন্য আমার এই প্রতিবেদন। নিচে উল্লেখ করা স্তরগুলি আমরা প্রত্যেকেই কম-বেশি পার করে এসেছি, আমি বা আপনি কেউই তার ব্যাতিক্রম নয়। Denial - ওসব Autism টিম কিছু না, আমার ছেলে স্লো learner, বড় হয়ে ঠিক হয়ে যাবে.  Shock - তবে কি Autism সারা জীবন বয়ে বেড়াতে হবে, ও কোনোদিন normal হতে পারবে না, কোনোদিন আর পাঁচটা বাচ্চার মত normal স্কুল এ যাবে না, এটা লাইফ লং disorder. তবে কি...

ছাকনি (আবার অটিজম!)

এমন একটা ছাকনি খুঁজে পেলাম না যাতে অটিজমকে ছাঁকা যায়। অটিজম আর মানসিক প্রতিবন্ধকতা কিরকম যেন জগাখিচুড়ি পাকিয়ে গেছে। বিজ্ঞজনেরা বলেন comorbid, আমি বলি "ঘেঁটে ঘ"। যদি ISAA  (INDIAN SCALE OF AUTISM ASSESSMENT) দিয়ে অটিজম কে আলাদা করা যেত, তবে আবার DST,VSMS কেন? এখনো কি অটিজম সার্টিফিকেট বার করতে গেলে সেই MR(Mentally retarded) লেখা হবেই? সব অটিজমই কী comorbid, বিশুদ্ধ অটিজম কি দেখতে পাবো না? Social quotient, Development quotient, সব ঘেঁটে গেলে ISAA দিয়ে মান রক্ষা করতে হবে? অটিজম শব্দটার মধ্যে বেশ নতুন নতুন গন্ধ আছে। আধ বোঝা ব্যাপার আছে। অন্য লোককে বোঝাতে গেলে গরগর করে শেখানো বুলির অনেক ইংরেজী কথা বেরিয়ে যায়। শ্রোতাও মাথায় চুলকিয়ে ভাবে "খুব গোলমেলে"? প্রতিবন্ধীর টক টক গন্ধটা চাপা পড়ে যায়। Intellectual Disability জগতে বাধ্যই যদি পা ফেলতে হয় তবে খুব বেশি হলে autism অথবা aspegers syndrome এর মত বিজাতীয় শব্দে সম্পৃক্ত হব, মানসিক প্রতিবন্ধীর মত "খোলসা করা" বিশেষণ শুনলে রেগে যাবো, এই মানসিকতা, স্পষ্ট ও সুনির্দিষ্ট মানসিক প্রতিবন্ধী সন্তানের পিতামাতাক...

আমার অটিস্টিক শিশু কবে কথা বলবে (#2)

অটিজম যখন বুঝতে পারা যায় তখন তাকে অনেকটা কথা বলার সমস্যা বলে মনে হয়। জীবনের সিঁড়িগুলো একধাপ একধাপ করে উঠতে উঠতে হঠাৎ যেন "কথা বলায়" এসে থমকে যায়। শিশু প্রথমে উপুড় হতে শিখলো, তারপর উঠতে শিখলো, তারপর হাঁটতে শিখলো, তারপর কিছু কিছু কথা বলতে শিখলো। আপনি যা বলছেন, সেটাই উত্তর হচ্ছে। আপনি "শুনতে পেলুম" বললে সে "পোস্তা গিয়ে" বলছে, আপনি "তোমার না কি" বললে সে "মেয়ের বিয়ে" বলছে। আধো আধো। তাও সেটাও একদিন কেমন করে হারিয়ে যায়। শেখা কথাগুলো আর শুনতে পাওয়া যায় না। কখনো কখনো তো কথাই শুরু হয় না। তিন বছরের আশেপাশে এইরকম ধরনের লক্ষণগুলি বাবা-মাকে অটিজম জগতে নিয়ে এসে ফেলে। দেখেছি বাচ্চার কথা বলার সমস্যা ধরা পড়ার পর, প্রথমেই শোনার সমস্যা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা হয়েছে। "বেরা" টেস্ট। কারোর শ্রবণ প্রতিবন্ধকতা ধরা পড়েনি, তবু নাকি "বেরা" রুটিন টেস্ট। রুটির সঙ্গে রুটিনের মিল আছে নাকি জানিনা। সাদা বাংলায় প্রেসক্রিপশনে অটিজম লিখতে অনেকেরই হাত কাঁপে। যেন ফাঁসির হুকুম দিচ্ছে। "অটিজম এর মতো", "এডিএইচডি", ...

"ইনক্লুশন"-অসুবিধাটা ঠিক কোথায়?

প্রথম সারির কাছে "ইনক্লুশন" নিজের privacy sacrifice করে একটু schedule বের করা, আর পিছনের সারির কাছে "ইনক্লুশান" হল "আমায় একটু জায়গা দাও"। "ইনক্লুশান" মানে পিছিয়ে পড়াকে সঙ্গে নিয়ে চলা। উচ্চবর্ণ-নমশূদ্র, সাদা-কালো, উচ্চবিত্ত-মধ্যবিত্ত, গ্রাম্য-শহুরে ইতিহাস বহু "ইনক্লুশনে"র সাক্ষী। সব ক্ষেত্রেই পিছিয়ে পড়াকে টেনে তোলার চেষ্টা। "ইনক্লুশান" শব্দটির মধ্যে অগ্রগণ্য অংশের দম্ভ রয়েছে। পিছিয়ে পড়া শ্রেণীর প্রতি করুণা রয়েছে। অনুসরণকারী কুণ্ঠা রয়েছে। "ইনক্লুসিভ ইন্ডিয়া" বর্তমান সময়ের একটি ভাল এজেন্ডা। সরকার কিন্তু আন্তরিক। বিদ্যালয়ের স্বীকৃতিকরনের সময় "ইনক্লুশান" এর বাধ্যবাধকতায় অনেক স্কুল কর্ণধারেরই কপাল ঘামে। "ইনক্লুসিভ এডুকেশন" - "ইনক্লুসিভ এম্প্লয়মেন্ট" - "ইনক্লুসিভ কমিউনিটি" সরকারের সদিচ্ছার অভাব নেই। তাই বাধ্যবাধকতা বেড়েছে। প্রতিবন্ধী মানুষদের পিছিয়ে পড়া ধরে নিয়েই টেনে তোলার চেষ্টা। যদি "ইনক্লিউশন" এর নামে তেলে-জলে মিশই খাওয়াই, তবে আবার সংরক্ষণে...

অটিজম কি বড় হয়ে গেলে সেরে যায় (#3)

শুচিবায়ুগ্রস্থতার সারে না, সন্দেহপ্রবণতা সারেনা, আলস্য সারে না, অহংকার-আত্মপ্রচারের প্রবণতা সারে না, কামমনোবৃত্তি সারে না, তবে অটিজম কেন বড় হলে সেরে যাবে? শিশু কথা বলছে না, এর অর্থ এই নয় যে তার অটিজম আছে এবং তাকে তাড়াতে হবে। বুঝতে হবে মস্তিষ্কের যে নিউরন কোষ গুলি "কথা বলতে সাহায্য করে" তাদের মৃত্যু ঘটেছে। কোষগুলিতে নিজস্ব কাজ করবার জন্য প্রয়োজনীয় শক্তি সৃষ্টি হচ্ছে না। অটিজম শনাক্ত করার সময় যে স্কেল দিয়ে মাপ জোক করা হয়, তার পুরোটাই নঙর্থক ধারণায় ভর্তি। চোখের দিকে না তাকানো, একই কাজ বারবার করা, চঞ্চলতা, একই প্রক্রিয়ার মধ্যে থাকবার চেষ্টা করা, অটিজমের সব বিশেষত্ব গুলোই না বাচক পটভূমিকাতেই দেখা হয়। যখন অটিজম শনাক্ত হয়, ততদিনে জিনের বৈকল্য, মনের বৈকল্যে পরিণত হয়। পরিমাপের মাপকাঠিগুলো মনের বৈকল্যের অনুপাতে পরিমিত হয়ে যায়। বিশুদ্ধ অটিজম খুব একটা দেখতে পাওয়া যায় না আজকাল। যদি দেখতে পেতেন, তাকে আরো জাপ্টে ধরতেন, তাড়াতে চাইতেন না। সত্যিকারের অটিস্টিক মানুষের একাগ্রতা, লগন, লেগে থাকার প্রবণতা, ইচ্ছা শক্তি, কল্পনা, নিজের কাজের প্রতি ফোকাস দেখলে অটিজমকে সম্মান...

অটিজম কি বড় হলে সেরে যায়। (#2)

বছর চোদ্দোর সংস্থিতা র জন্মের পরে প্রথম পাঁচ বছর ছেড়ে দিলে, শেষ নয় বছরের বর্ষবরণ করেছি অটিজিম কে সঙ্গে নিয়ে। আগামী আরো অগুন্তি বছর কাটাবো অটিজমকে সঙ্গে নিয়েই। ডাক্তার বলেছিলেন মাইলস্টোন গুলো দেরি করে করে আসে। কিন্তু আসে। সাইকোলজিস্ট বলেছিলেন mental age কম হয় physical age এর থেকে। কিন্তু থেমে তো থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে আগে বাড়ে। যেটা তুমি হয়তো আজ পাচ্ছ, সেটা আমি কাল পাবো। কিন্তু একদিন ঠিকই পাব। ক্ষতির খতিয়ান খুলে গতানুগতিকতার সঙ্গে তুলনা করতে চাই না। অটিজম আমায় পিছিয়ে দিয়েছে ঠিকই, শেষ করে দিতে পারেনি। তুলনা করলেই এই আগুপিছুর গল্পটা আসে। নিজেকে বন্ধনীতে গুটিয়ে নিলে বন্ধনীর ভিতর যোগ - বিয়োগ - গুন - ভাগ ঠিকঠাক হয়। বন্ধনীর বাইরের লগারিদম তাড়া করে বেড়ায় না। "মৃত্যু" শুনেছিলাম আট প্রকারের। অটিজম কে গ্রহণ করতে না পারাটা সত্যিই একটা "মৃত্যু"। ফিরতে পারা যায় না। Denial এর স্তরে থেকে নিজেকে শেষ করে দিতে হয়। আপনি যতটা অটিজমকে গ্রহণ করবেন, সমাজ আপনাকে ততটাই অটিজম সমেত গ্রহণ করবে। Acceptance একমাত্র come back এর উপায়। অটিজম পরিবারের পিতা-মাত...

অটিজিম কি বড় হলে সেরে যায়?

অটিজিম তো কোনো রোগই নয়, এটা একটা মানুষের অবস্থা, মনের অবস্থা, কিছু শর্ত। এই শর্তগুলো অনেকটাই সমাজে গ্রহণযোগ্য নয়। যার ফলে সারানোর প্রশ্ন আসে। আমরা যেটা সমাজে নিতে পারি না সেইটাই একটা অটিজম শিশুকে বোঝানো হয়। শিশুকে সমাজের মতন করে নেওয়া হয়। এখন কথা হল যে, সমাজ শিশুর মতো হবে না, শিশু সমাজের মত হবে। সত্যি কথা যে দুটোই প্রয়োজন। শিশুকে সমাজে মত করে নেওয়ার জন্য আজ কত রকমের থেরাপি। অকুপেশন থেরাপি, স্পিচ থেরাপি, সেনসরি থেরাপি, বিহেভিয়ার থেরাপি। কি না, বাচ্চা ঠিকমত কথা বলবে, ঠিক মত আচরন করবে, কোনরকম হাইপার অ্যাকটিভিটি দেখাবে না, পাঁচজনের সঙ্গে মিশতে পারবে, সমাজে, অনুষ্ঠান বাড়িতে যে রকম ভাবে চলতে হয়, সেভাবে চলবে। সত্যি অটিজম বাচ্চার বাবা মা, একজন অটিস্টিক বাচ্চা এই নিয়ে অনেক লড়াই করে। উল্টো দিক থেকে সমাজকেও অটিজম অবস্থাটির সঙ্গে নিজেকে অভিযোজিত করতে হবে। অটিস্টিক মানুষের চাহিদা গুলো খুব একটা অপ্রাসঙ্গিক, বাঁধন-ছেঁড়া নয়। নিয়ম মাফিক জীবন, সময়ানুবর্তিতা, শব্দ, আলো, গন্ধ ইত্যাদির অপ্রয়োজনীয় ব্যবহার বন্ধ হওয়া, ব্যতিক্রমী চালাকি বন্ধ হওয়া - কোনটাই ভুল নয়। সমাজের ও থে...

আমার অটিস্টিক সন্তান কবে কথা বলবে?

"কথা বলা" ও "কথা না বলার" মাঝে অটিজম বিশেষত্ব অন্যতম কারণ। নিজেকে প্রকাশ করার জন্য কথা বলতে হয়। আর যদি নিজেকে অপ্রকাশিত রাখতে চাই তবে শুধু কথা বলা "উল্টোদিকের মানুষটির জন্য"। কথোপকথন তো আরো কঠিন বিষয়। সেখানে "শুনতে হয়" , "বুঝতে হয়", "কি বলব ভাবতে হয়", "ভাষায় গুছাতে হয়" এবং "বলতে হয়"। যেখানে আর পাঁচটা ইন্দ্রিয় স্বাভাবিকের থেকে আগে ছোটে, সেখানে শুধুমাত্র "অন্যের জন্য" এত কঠিন প্রক্রিয়া করে ওঠা, একজন অটিস্টিক মানুষের পক্ষে নিতান্তই দুঃসহ। কথা বলা যেখানে "বাহুল্য", অন্যভাবেও যেখানে আবেগের প্রকাশ করা যায়, সেখানে একটি অটিস্টিক মানুষ নিজের অন্যান্য ইন্দ্রিয়কে কষ্ট দিয়ে আপনার শ্রবণেন্দ্রিয় রঞ্জন করবেন না। "তোমার নাম কি" এর উত্তর শ্রোতা জানেন। না জানলে জেনে নেবেন। তবুও অনাবশ্যক শব্দের স্রোত। শ্রোতার শোনার থেকে বেশি পরীক্ষা নেওয়ার মানসিকতা। খুব বেশি জোর করলে অগত্যা অস্ত্র "শেখানো বুলি"। সব অটিজিম মানুষেরই কথা আসে না, তারা আরও বেশি ইন্দ্রিয় সচেতন হন। কথা না ব...

রোল ব্যাক ফিরবার সময় হয়েছে।

এক সময় একান্নবর্তী পরিবার ছিল। বাবা, মা, দাদা সবাই একসঙ্গে থাকতেন। এক-দু একর জমির ফসল, ছোট্ট একটা একান্নবর্তি বাড়ি, উঠোন, চাতাল, তুলসী মন্দির, - এই ছিল সংসার। সময়ের সাথে সাথে কিছু ক্ষুদ্র স্বার্থ, ভালো লাগা, আরো বেশি বেশি পাওয়ার আশায় সংসার গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। ভালো শিক্ষা, ভালো চিকিৎসা, ভালো পড়াশোনা, নিজের বাড়ি, শহরের চাকরি, সীমাবদ্ধ দায়িত্বের আশ্বাসে আমরা শহরের দিকে পাড়ি দিয়েছিলাম। তারপর গ্লোবালাইজেশন এল, সঙ্গে মুক্ত অর্থনীতি। যে বিষযুক্ত ঠান্ডা পানীয়, খাবার আমরা শুধু নাম শুনেছিলাম, তা বাড়ির সামনের বাজারেই পাওয়া যেতে থাকলো। দিনে দিনে আরও সহজলভ্য হয়ে উঠছে কর্পোরেটের বিষ। এই বিষ যে অনুঘটক, এই ব্যাপারটা বোঝার আগেই অটিজম হাতের বাইরে চলে যাচ্ছে। ফ্ল্যাট বন্দী সমাজে নতুন বাবা-মাদের উপদেশ ও কিনতে হয়। কর্পোরেটের মুনাফা জিনের গঠন ও বিবর্তন তোয়াক্কা করে না। শিশুর আহার ও পানীয় নির্মাতাদের যে বাধ্যবাধকতা ছিল, তা শুধু আজ আইনের কাঠগড়াতেই সীমাবদ্ধ। এছাড়াও রয়েছে টিকা। সভ্য এবং অতি সভ্য শহুরে সমাজে এখন বিরানব্বই ধরনের টিকার কথা শোনা যায়। সাইডএফেক্ট এর কথা সকল...

ওরা - আমরা

একটি ভিক্টরি স্ট্যান্ড। সামনে সার সার দিয়ে রাখা চেয়ার। চল্লিশতম সারির গা দিয়ে উঠে গেছে বড় একটা পাঁচিল। এপার ওপার দেখা যায় না। একচল্লিশতম সারির আসনগ্রহণকারীরা চা...

অটিজমের অল্পবিদ্যা

কর্মজীবনের মধ্য লগ্নে পশ্চিমবঙ্গের আরো পশ্চিমে বীরভূম জেলার খয়রাশোল ব্লকে আধিকারিক এর ভূমিকাতে থাকাকালীন আমার নজর ছিল অটিজমের গ্রাম্য রূপটি দেখার। রুপুশপুর বা লো...

ব্যতিক্রমই বিবর্তন

নার্সিংহোম এর বাইরে দাঁড়িয়ে সদ্যোজাত সন্তানের পিতার চিন্তাভাবনায় আর যাই থাক না কেন, অটিজম থাকে না। থাকলে হয়তো নতুন পিতা মাতা সন্তানের প্রথম বছর অটিজম এর প্রেক্ষাপ...

Education and future

Intectual Impairment has its definite span of spectrum can be divided into three mains categories. 1. Educable. 2. Trainable and 3. Custodian These categorization should be incorporated persons with Intellectually Impaired above 10 years. Before 10 years therapeutical approach is very important and impactful. But after the age of ten years parents, educator should assess first whether the differently abled person will pursue his higher studies after 8th standard. Open schooling allows pupil to get their desired educational milestones without continuing normal school. Though there is some age related restrictions but I suggest parents to carefully think about the time investment especially between 11 to 16 periods of life. Those who are not educable have not loose the battle, as a well trained artisan, entrepreneurs may pursue senior statutory educational qualifications after their teen. I advocate that every differently able person should be a good entrepreneur in future. Parent...

Developing preliminary speech of Autism

Most of early intervention parent and some of Autistic adolescents think that development of speech is an escape route from Autism Spectrum Disorder. They spoil their young parenthood after speech therapist, who usually works to develop articulation. If the autistic child has any preliminary articulation, speech therapist continues over language development. But I have an overview of the protocol. Brauka is the region in the frontal lobe of the dormant hemisphere usually left of the hominid brain with functions linked to speech production. Functional MRI studies have also identified inactivation patterns in Broca's area associated with various language tasks. There is differences between human language and systems of communication existing among animals (particularly other primates). Origins of language probably relate closely to the origins of modern human behavior. "I cannot doubt that language owes its origin to the imitation and modification, aided...

Over involvement with Autism

Have you noticed any of these symptoms recently: • Irritability? • Hyper-vigilance? • Repetitive speech? • Avoidance of social interaction? • Disregard for personal appearance and social niceties? I’m not talking about your child with Asperger’s or autism. I’m talking about you. And me. And a common occurrence I’m calling MASK (Mothers of Autism Spectrum Kids) Syndrome. It occurs when a mom spends so much of her waking life focusing on her child’s special needs and fighting for his interests that, somewhere along the way, she starts to lose touch with the person she used to be. How ironic it is that, in fighting autism, many of us start to become a little more autistic ourselves. Irritability. Are you suffering from lack of sleep? Worried about your child’s future? Worried about your family’s finances? Ever find yourself snapping at your kids for interrupting you, then feeling guilty afterwards for discouragi...

Tab based education to the autistics

For the education of an autistic babies application of tablets to learn and improve cognitive skills has some significant positive effects. Visual learning Autistics are excellent and detailed viewer, whatever the level of spectrum it may be. They like good and explanatory pictures to learn from the non verbal skills. They can memorize, analyze, correlate within a fraction of second vision. To create the study material attractive for any learning activity, teacher should opt for Android app in tablet rather use TLM or prepare paper based study materials. Tactile input into the fingertips An activity of filling color in a camel or matching shapes or jigsaws in a tab based session has some beautiful tactile sensory feeding, which is unlikely inappropriate in a paper pencil based traditional session. Even you also agree to feel comfortable to use SwiftKey for typing blogs rather to write painfully with pen and paper. Sound prompt and auditory reinforcement Just finishing a task baby...

Is autism spectrum disorder manageable through therapies, see the hopes

The ugly  Thumb rule of curing Autism Spectrum Disorder is still unavailable. The whole world is searching for it. Researchers tell that the cause of the Autism is still unknown, so it's curing protocol too. The bad  Families are still rushing for ready cure. Doctors are striving for full proof treatment protocol. NGO funder seeks for assertive impact within stipulated time frame. But improvements are rarely visible.  The good CT scan with Positron Emission Tomography proofs that metabolism of few neuronal cells of autistic brains especially in the cerebellum part are diminishing. So the poor neurotransmitters functions affects the cognition levels of the autistic minds. Regular therapies including behavior management, cognitive activities, occupational therapies, speech therapies directly improve the metabolism of viable cells, so we should observe improvement gradually. Though dead and inoperative cells may not be replaced with active one, so we feel the hindrance on ...

Why new parents can not accept autism? See five reasons

A family with autism can only feel the nightmare of Autism woes. These families can't be able to accept the fate of it due to 5 reasons. 1.  Parents try to fulfill their dreams through their babies careers. New parents can not accept the fact of Autism Spectrum Disorder at the level of their start up. 2. We have shaped ourselves to follow the rules and paths of our predecessors. Autism distracted a neo parent family with some different agendas. A positive newly added parent can not accept the negative issues of Autism. 3. Before birth of babies, even before the marriage and settlement of families, the boys and girls are never be acquainted with the less awared issues with autism. So autism to a newly settled family is a bolt from the blue. 4. The confused success stories of escaping from Autism are misguiding episodes to the parents, so they are fixed over it rather than to accept the parmanent traits of Autism. 5. The nomenclature '' disability '' is a hindra...