ওরা - আমরা

একটি ভিক্টরি স্ট্যান্ড।

সামনে সার সার দিয়ে রাখা চেয়ার। চল্লিশতম সারির গা দিয়ে উঠে গেছে বড় একটা পাঁচিল। এপার ওপার দেখা যায় না। একচল্লিশতম সারির আসনগ্রহণকারীরা চাইলেও উনচল্লিশের সারিতে আসতে পারবেন না।

তারপর আরো ষাটটি সারি।

ঘোষক ঘোষণা করলেন, আমরা প্রথম সারি থেকে দশ জনকে বেছে নেব।

"পৃথিবীর সব ভালো" এই দশজন ই পাবে। পৃথিবীর সব সুযোগ-সুবিধা শুধুমাত্র এরাই পাবে। অর্থ-বল-প্রতিপত্তি-ক্ষমতা শুধু এদের কাছেই থাকবে। এরা আকাশ ছুঁতে পাবে।

দ্বিতীয় থেকে উনচল্লিশের সারিতে বসা সকলে একে অপরের দিকে মুখ চাওয়াচাওয়ি করলেন। "না পাওয়ার ব্যর্থতা" থেকে সামান্য রক্তারক্তি ও হল।

পাঁচিলের ওপারে ঘোষকের ঘোষণা পৌঁছালো না। ভিকট্রি স্ট্যান্ড ও দেখা গেল না।

শেষ ষাটটি সারিতে বসা "ওরা-আমাদের" মত নয়। কাগজে-কলমে প্রতিবন্ধী।

কেউবা আবার বলল benchmark disability.

একজন কোনমতে একচল্লিশ থেকে উনচল্লিশের সারিতে ঝাঁপিয়ে পড়েছিল, প্রানপনে। ধাক্কাধাক্কিতে আরো হারিয়ে গেল।

পাঁচিলের ওপারে প্রথম কয়েকটি সারির সকলে তর্ক জুড়লো।

পিছন দিকে তাকিয়ে। সামনে তো পাচিল।

আমরা high functioning. আমরা borderline, আমরা mild category.

Inclusion এর দাবি উঠল। কিন্তু পাঁচিল ভাঙলো না।

ভিকট্রি স্ট্যান্ড ও দেখা গেল না, দাবিটাও ঘোষকের কান অব্দি পৌঁছালো না।

"কোটার" শেষ অস্ত্র ভোতা হয়ে গেল।

পাঁচিলের ওপারের উন্নাসিকতা পাঁচিলের ওপারেই রয়ে গেল।

এরপর Angel এলেন। অনেক আশা নিয়ে, অনেক আলো নিয়ে, অনেক "ভালো থাকার" গল্প নিয়ে।

শেষ ষাটটি সারির সকলকে নিয়ে গেলেন।

Comments

Popular posts from this blog

Tab based education to the autistics

Developing preliminary speech of Autism

Over involvement with Autism